শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়লো বাংলাদেশ নারী দল

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৩ – প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়লো নব-রূপের  বাংলাদেশ নারী দল। খবর বাসস

শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

এ সফরের জন্য তরুণ দল বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন পজিশনের জন্য কিছু খেলোয়াড়কে প্রস্তুত করতে চায় তারা। এজন্য সালমা খাতুন ও রুমানা আহমেদের মত কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে তারা।

ইারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা কিছু উদীয়মান ক্রিকেটারকে দলে নিয়েছি, যারা সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করেছে। আমরা কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর দেশে ও বিদেশের মাটিতে আমাদের অনেক খেলা আছে। শ্রীলংকায় চিন্তার কারন হবে ফিটনেস। স্কোয়াড নির্বাচন করার সময় আমরা এসব বিবেচনা করেছি।’

শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত  ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৭টিতে হার ও দু’টিতে জিতেছে টাইগ্রেসরা।

২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২ ৪ মে। সিেিজর সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে।

সিংহলিজ স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৯, ১১ ও ১২ মে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × two =