শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

কথায় আছে- শেষ ভালো যার, সব ভালো তার! লিটন দাসের দল এই কাজটিই করলো আজ।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় তুলে শ্রীলঙ্কা সফর শেষ করলো বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা। এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় এবং দেশের বাইরে পঞ্চম সিরিজ জয়। খবর বার্ত২৪ডটকম

আজ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন শেখ মেহেদী হাসান। ইনিংসে এক মেডেনসহ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং।

প্রথম ওভারে শরিফুল ইসলাম ফেরান কুশল মেন্ডিসকে। এরপর মেহেদী হাসানের ঘূর্ণিতে ফিরে যান কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা এবং ফিফটির কাছাকাছি থাকা পাথুম নিসাঙ্কা (৩৯ বলে ৪৬)। বাকি উইকেটগুলো ভাগাভাগি করেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও শামীম হোসেন।

শেষ দিকে দাসুন শানাকার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শেষ ওভারে আসে ২২ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেও দলের হাল ধরেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তোলে ৪৭ রান।

এরপর তানজিদের ব্যাটে শুরু হয় রানতাণ্ডব। ১ চার ও ৬ ছক্কায় ৪৭ বলে করেন ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে সাবলীল ব্যাটিংয়ে যোগ দেন তাওহিদ হৃদয় (২৫ বলে অপরাজিত ২৭)। দুজনে দলকে ১৬.৩ ওভারে জয় এনে দেন মাত্র ২ উইকেট হারিয়ে।

সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরের দুটি ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়। শ্রীলঙ্কার বিপক্ষে এই সংস্করণে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এ জয়ে দেশের বাইরে পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিশাঙ্কা ৪৬, শানাকা ৩৫*, কামিন্দু ২১; মেহেদী ৪/১১, শামীম ১/১০, মুস্তাফিজ ১/১৭, শরীফুল ১/৫০)।

বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; কামিন্দু ১/২১, তুষারা ১/২৫)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।

ম্যাচ সেরা: শেখ মেহেদি হাসান

সিরিজ সেরা: লিটন কুমার দাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 − two =