দিন পাঁচেক আগের বিধ্বংসী শতরানের রেশ মিলিয়ে যায়নি এখনও। জাওয়াদ আবরার এর মধ্যেই উপহার দিলেন আরেকটি সেঞ্চুরি। যুব ওয়ানডের একটি রেকর্ডেও নাম লেখা হয়ে গেল বাংলাদেশের প্রতিভাবান এই ওপেনারের।
শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার সেঞ্চুরি করেন আবরার। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। বিডিনিউজ২৪.কম
যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার তিনি। ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন তার আগে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান।
শ্রীলঙ্কায় চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান করেছিলেন জাওয়াদ। পরের ম্যাচে ৩৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর এবার আরেকটি সেঞ্চুরি তিনি করলেন।
যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে শতরান আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের, তিনটি এনামুল হকের।
তিন ম্যাচের মধ্যে দুটি শতরানের পথে জাওয়াদ শনিবার ফিফটি স্পর্শ করেন ৪৫ বলে। সেখান থেকে তিন অঙ্ক ছুঁতে তার বল লাগে আর ৬০টি। ৯৫ রান থেকে দুলনিথ সিগেরার বলে ছক্কায় পৌঁছে যান তিনি সেঞ্চুরিতে।
জাওয়াদের সেঞ্চুরি ছাড়াও চারে নেমে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন দুজন।
৪৫ ওভারে বাংলাদেশের যুবাদের রান ৪ উইকেটে ২৬২।
পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশর যুবারা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।