সংগীতশিল্পী আসিফের ছেলের বিয়েতে তারার মেলা

বিয়ে করলেন সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। সোমবার (৩ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা গানের যুবরাজ আসিফের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— সংগীতশিল্পী রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, কোনাল, সালমা, গীতিকার কবীর বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।

আনন্দঘন মুহূর্তের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তারকারা। কয়েকটি ছবি শেয়ার করে কনকচাঁপা লিখেন, ‘আমাদের প্রিয় শিল্পী পাগলাভাই আসিফ আকবরের বড় ছেলে রণর বিয়েতে আনন্দমুখর সন্ধ্যায় আমরা। খুবই ভালো লাগছিল পুরোনো নিয়মে অনুষ্ঠানস্থলেই বিয়ে পড়িয়ে দোয়া করা হলো। অনেক দিন পরে এই বিয়ে উপলক্ষে অনেক অনেক সহশিল্পী ও প্রিয়মুখের সাথে দেখা হলো। সত্যি খুব ভালো লাগছিল। অনেক দোয়া রইলো রণ-শেহরীন। নতুন জীবনে আল্লাহ তোমাদের সুখী সমৃদ্ধ রাখুন। আশীর্বাদ।’

ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা কয়েকটি ছবি তার ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘আমাদের আসিফ ভাইয়ার ছেলের বিয়েতে সব আপন মানুষদের সাথে দেখা হলো।’

পছন্দের মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে দারুণ খুশি আসিফ। এ বিষয়ে এই শিল্পী বলেন—‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতাকে ছোট্টবেলা থেকে চিনি। লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =