আজ ১৩ জুলাই সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের জন্মদিন। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন পুতুল। গান লেখা, সুর করা ও সংগীত পরিচালক হিসেবেও দেখা গেছে তাঁকে। গানের অনুষ্ঠানের উপস্থাপক হয়েও দর্শকের সামনে এসেছেন পুতুল। লেখালেখিও করেন। গেল একুশে বইমেলায় এসেছিল পুতুলের লেখা উপন্যাস ‘জ্যোৎস্না রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না’। উপন্যাসটি ছিল নারীর মনস্তত্ত্ব বিষয়ে। পুতুলের প্রথম উপন্যাস ছিল ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুল কাব্যিক প্রতিবেদন’। এর আগে তাঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়। একটি ‘পুতুল কাব্য উপক্রমণিকা’ এবং অন্যটি ‘পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায়’।