সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের জন্মদিন আজ

সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের জন্মদিন আজ। বাবার চাকরির সূত্রে কোনালের শৈশন-কৈশোরের অনেকটা সময় কেটেছে কুয়েতে। ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তিনি। প্রথম অ্যালবাম ‘কোনালস জাদু’। অনেক সিনেমার গানে শোনা গেছে তার কণ্ঠ। পেয়েছেন জাতীয় পুরস্কার।

তিনি লেখক হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা হিসাবে “অন্য হুমায়ূন” নামে একটি প্রোগ্রাম করেছেন। ২০১৭ সালের বন্ধু দিবসে, তিনি চিরকুট ব্যান্ডের সাথে বিশেষ একক গান গেয়েছিলেন। ২০১২ সালের ২২ অক্টোবর, তানভীর তারেকের রচনায় ও কণ্ঠস্বরে ২০১৮ সালের চলচ্চিত্র মায়া: দ্য লস্ট মাদার ছবির জন্য তিনি “মা তোমার অঞ্চল কোথায়” গানটি রেকর্ড করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 15 =