সঙ্গীতশিল্পী শাহরিয়ার রাফাতের জন্মদিন আজ

শাহরিয়ার রাফাত একজন সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। প্রিয়ারে, বুকের ভেতর চিনচিন ব্যথা, মনতো সুফিয়ানা, সাইয়া, শিরোনামে জনপ্রিয় গানগুলোর পেছনের মানুষের নাম শাহরিয়ার রাফাত। এই গায়ক শ্রোতাদের হৃদয়ের মণিকোঠায় নিজের জায়গা করে নিয়েছেন আগেই। বর্তমানে চলচ্চিত্রেও গান ও সংগীত পরিচালনা দুটি কাজই করছেন। মায়াবিনী ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় তার। এরপর শাকিব খানের ঠোঁটে রাফাতের কণ্ঠে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই নায়কের ‘ক্যাপ্টেন খান’ ছবির টাইটেল গানেও শোনা গেছে রাফাতের কণ্ঠ।

এছাড়াও ৪০ টি নাটকের আবহসংগীত সহ গান গাওয়া ও পরিচালনা করছেন। এছাড়াও তার সংগীত পরিচালনায় আসছে আরমান আলিফ সায়রা রেজা একটি চলচিত্রের ২ টা গান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − eighteen =