সচিবালয়ে আগুন: নিয়ন্ত্রণে ১৮ ইউনিট, নিরাপত্তা জোরদার

সচিবালয়ে বুধবার দিবাগত মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা  ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান। খবর বাসস।

তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে অর্থাৎ রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীরা কাজ শুরু করে। বর্তমানে ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

এদিকে বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনার পর উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × three =