সচেতনতামূলক তথ্যচিত্রে ঊর্মিলা

জরায়ুমুখের ক্যানসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হচ্ছে একটি বিশেষ তথ্যচিত্র। এতে অভিনয় করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ইউনিসেফের তত্ত্বাবধানে তথ্যচিত্রটি পরিচালনা করছেন জুয়েল রানা। গতকাল রোববার মানিকগঞ্জে হয়েছে শুটিং। তথ্যচিত্রটি নিয়ে ঊর্মিলা বলেন, ‘আগেও আমি সচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছি। এ ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। একজন শিল্পী হিসেবে শুধু নয়, আমি মনে করি সচেতন মানুষ হিসেবেও আমাদের দায়বদ্ধতা আছে। তাই এ ধরনের কাজের মধ্য দিয়ে নানা অসংগতি আর সমস্যা চিহ্নিত করে মানুষকে সমাধানের পথ দেখাতে পারাটা আনন্দের। এবারের কাজটার উদ্দেশ্য, জরায়ুমুখের ক্যানসার বিষয়ে নারীদের সচেতন করা। গতকালই তথ্যচিত্রটির শুটিং করেছি।’

অভিনয়ের পাশাপাশি ঊর্মিলা কাজ করছেন অভিনয় শিল্পী সংঘর আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে। শিল্পীদের যেকোনো বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার সুনাম রয়েছে তাঁর। জনসচেতনতামূলক এই তথ্যচিত্রে ঊর্মিলাকে নির্বাচিত করা প্রসঙ্গে নির্মাতা জুয়েল রানা বলেন, ‘ঊর্মিলা একজন মানবিক মানুষ। তাই শুরু থেকে তাঁকে নিয়েই কাজটি করার পরিকল্পনা ছিল।’

এ ছাড়া সাজিন আহমেদ বাবু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’-এ অভিনয় করছেন ঊর্মিলা। শিগগির ইদ্রিস হায়দার পরিচালিত নতুন আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত এবং ঊর্মিলা অভিনীত প্রথম সিনেমা ‘ফ্রম বাংলাদেশ’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 8 =