সচেতনতামূলক বিজ্ঞাপনে নিপুণ

চিত্রতারকা ও মডেল নিপুণ এবার সরকারি সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে নির্মিত কারিগরী শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল কার্যক্রম উৎসাহিত করার জন্যেই এই বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে বলে জানান নিপুণ।

তিনি ক্যারিয়ারে এবারই প্রথম এমন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন বলে জানান। এটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা। ২৯ মে মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ন হয়েছে।

এই বিজ্ঞাপনচিত্র সম্পর্কে নিপুণ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপশি কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে পারফর্ম করেছি।’

বিজ্ঞাপনচিত্রে নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে নিপুণ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরী শিক্ষা গ্রহণ করি। এক পর্যায়ে আমি চাকরিও পেয়ে যাই। মূলত এই চরিত্রের মাঝে শিক্ষার্থীদের মাঝে কারিগরী শিক্ষা গ্রহণের আগ্রহ গড়ে তোলার আহ্বান জানানো হবে।’

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 4 =