টালিউডের ‘মানুষ’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন জিৎ। প্রযোজনাও করেছিলেন তিনি। ছিলেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার নিজ দেশে সিনেমা বানাচ্ছেন সঞ্জয়। এতে অভিনয় করবেন মোশাররফ করিম ও শরিফুল রাজ।
জানা গেছে, ইতিমধ্যে মোশাররফ করিম ও শরিফুল রাজের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে নায়িকা চূড়ান্ত হয়নি এখনো। শোনা যাচ্ছে, নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের সঙ্গে কথা হয়েছে নির্মাতার। মোশাররফ ও রাজের কথা স্বীকার করলেও ফারিণের প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়। অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু তাসনিয়া ফারিণই নন, ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমার। এর মধ্যে যাঁর সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাঁকেই চূড়ান্ত করা হবে। শিগগির সিনেমার অভিনয়শিল্পীদের নামের তালিকা অফিশিয়ালি জানানো হবে।’
অভিনেত্রীর মতো সিনেমার নামও এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে দুটি নাম। ‘ইনকিলাব’ ও ‘ইনসাফ’। সঞ্জয় বলেন, সিনেমার গল্প অনুযায়ী দুটি নাম যথার্থ মনে হয়েছে। আলোচনার মাধ্যমে একটি নাম চূড়ান্ত করা হবে।
অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে সঞ্জয়ের দ্বিতীয় সিনেমা। ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে রাজকে। মোশাররফ করিম অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে। তাঁর চরিত্রটিও উপস্থাপন করা হবে ভয়ংকররূপে। সিনেমাটি প্রযোজনা করবে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়েই দীর্ঘদিন পরে চলচ্চিত্র প্রযোজনায় আসছে প্রতিষ্ঠানটি।
সিনেমার শুটিং প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তার আগে চূড়ান্ত করা হবে সিনেমার নাম ও কলাকুশলীদের।
শুটিং নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না নির্মাতা। তাই এখনই জানাতে চান না সিনেমাটি কবে নাগাদ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সঞ্জয় বলেন, ‘একটি ভালো সিনেমা বানাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করতে চাই। তাই এখনই মুক্তির টার্গেট নিয়ে ভাবছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও এ নিয়ে আলাপ হয়েছে। সিনেমাটি ভালোভাবে নির্মাণ সম্পন্ন করার পরই মুক্তি নিয়ে ভাবব আমরা।’