সন্তানসম্ভবা হওয়ার  খবর গুজব বললেন মাহি

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির পর মাহিয়া মাহির সন্তানসম্ভবা হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে; তা উড়িয়ে দিলেন এ চিত্রনায়িকা।গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি; সোমবার একাধিক গণমাধ্যমের খবরে এসেছে, তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।

মাহি মঙ্গলবার জিজ্ঞাসায় বলেন, মা হওয়ার যে খবর ছড়িয়েছে তা পুরোটাই ‘গুজব’।অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বাসায়ও ফিরেছেন তিনি।

নভেম্বরের মাঝামাঝিতে স্বামীকে নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ করে আসেন মাহি।ওমরাহ থেকে ফিরে ‘কাগজের বউ’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর তার অভিনয় ছাড়ার খবর এসেছিল কয়েকটি গণমাধ্যমে।তবে  এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমা তিনি ছাড়ছেন না, তবে বেছে বেছে কিছু সিনেমায় কাজ করবেন।

ওমরাহ থেকে ফিরে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং করেছেন তিনি।২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − 5 =