সবুজ ঢাকার জন্য গাইবে আট ব্যান্ড

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির কনসার্টের জোয়ার চলছে এখন। প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন শহর ও রাজধানীতে কনসার্ট করছে ব্যান্ড দলগুলো; যা নিয়ে উৎসাহের কমতি নেই ব্যান্ড শ্রোতাদের মধ্যেও। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-৪-এ ‘দি আলটিমেট রক ফেস্ট ২০২৩’ আয়োজন করা হয়েছে।

সম্প্রতি অনির্দিষ্ট সময়ের জন্য আইসিসিবি হলে সব ধরনের কনসার্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত দর্শক উপস্থিতি ও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে আইসিসিবির পক্ষ থেকে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করা হয়। তবে এবার দি আলটিমেট রক ফেস্ট ২০২৩-এর জন্য অনুমতি পাওয়া গেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কনসার্টটি আয়োজন করছে দেশের বেসরকারি প্রতিষ্ঠান ওপলি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির আল মাহমুদ সানি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আপনারা জানেন আইসিসিবিতে সব ধরনের কনসার্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে বেশকিছু নির্দেশনা মেনে আমরা অনুমতিটা পেয়েছি। সেগুলো মেনেই কনসার্ট আয়োজন করছি।’

এ সময় দি আলটিমেট রক ফেস্ট ২০২৩ আয়োজনের মূল উদ্দেশ্য নিয়েও কথা বলেন সানি। তিনি বলেন, ‘আমাদের কনসার্টের স্লোগান হচ্ছে গো গ্রিন ঢাকা সিটি। আমরা তরুণদের নিয়ে আমাদের রাজধানীকে সবুজ নগর গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। যার শুরু ২৮ তারিখের কনসার্টের স্টেজ থেকে হবে। এ ছাড়া জলবায়ু নিয়ে গোটা বিশ্ব এখন চ্যালেঞ্জের মুখে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তরুণ সমাজের এখন থেকেই সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের মধ্যে সচেতনতামূলক প্রচারই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে শহরের উষ্ণতা কমিয়ে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উন্নত করতে আমরা বদ্ধপরিকর।’

এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত আভয়েড ব্যান্ডের প্রধান রিফ আল হাসান রাফা। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ঢাকার শহর আমাদের প্রাণের শহর। এ শহরে বসবাস করে আমাদের জীবন থেকে সবুজের ছোঁয়া হারিয়ে যাচ্ছে; যা দিন দিন ভয়ংকর পরিস্থিতি ধারণ করছে। এখনই সময় শহরকে সবুজে ঘিরে ফেলার। সেই উদ্যোগ নিয়েই এবার বেসরকারি প্রতিষ্ঠান ওপলি আয়োজন করছে ‘দ্য আলটিমেট রক ফেস্ট ২০২৩’; যার স্লোগান ‘ গো গ্রিন ঢাকা সিটি’। এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আশা করি তরুণদের নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শহরে সবুজের সমাহার গড়ে তুলব।’

দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দি আলটিমেট রক ফেস্ট ২০২৩ কনসার্টে পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইস।

কনসার্টের টিকিট : পার্টনার গেট সেট রক ডটকমে এরই মধ্যে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা, ৯০০ টাকায় মিলবে ফ্রন্টলাইনার এবং ভিআইপি টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 6 =