সমরজিৎ-প্রিয়াঙ্কার নতুন গান

শুদ্ধ সংগীতচর্চায় সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ পরিচিত দুই নাম। এরই মধ্যে বেশ কিছু দ্বৈত কণ্ঠের গান উপহার দিয়ে জুটি হিসেবেও পরিচিতি পেয়েছেন তাঁরা। প্রতিবছরের মতো এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে সমরজিৎ ও প্রিয়াঙ্কার দ্বৈত কণ্ঠের নতুন গান।

‘ইচ্ছেগুলো’ শিরোনামের গানটি লিখেছেন সঞ্জয় রায়, সুর ও সংগীত আয়োজন করেছেন সমরজিৎ রায়। আজ সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পাওয়ার কথা রয়েছে গানটি।

সমরজিৎ রায় বলেন, ‘আমাদের দুজনের গানের প্রতি যাঁদের বিশেষ ভালোবাসা রয়েছে, চেষ্টা করেছি তাঁদের পছন্দ হওয়ার মতোই ভীষণ মিষ্টি প্রেমের একটি গান তৈরি করার। অসাধারণ কথার গানটি সবার জন্য ভালোবাসা দিবসের উপহার।’

প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘চমৎকার একটি গান বেধেছেন সমরজিৎ দাদা, গাইতেও ভীষণ ভালো লেগেছে। আমাদের জন্য যাঁরা অপেক্ষায় থাকেন, আশা করি সেই শ্রোতারা দারুণ একটা গান পাবেন ভালোবাসা দিবসে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − eleven =