টি২০ বিশ্বকাপ ২০২৪: সর্বোচ্চ রান গুরবাজের

গতরাতে শেষ হওয়া নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালিস্ট আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। ৩৫ দশমিক ১২ ব্যাটিং গড়ে  স্ট্রাইক এবং ১২৪ দশমিক ৩৩ স্ট্রাইক রেটে  এ রান করেন তিনি।

সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৭ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৭১ ও স্ট্রাইক রেট ১৫৬ দশমিক ৭০।

এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। হেড ৭ ইনিংসে ২৫৫, ডি কক ৯ ইনিংসে ২৪৩ এবং ইব্রাহিম ৮ ইনিংসে ২৩১ রান করেন।

শীর্ষ ১৫ জনের মধ্যে বাংলাদেশের কেউ নেই। ৭ ইনিংসে ১৫৩ রান নিয়ে তালিকার ১৮তম স্থানে আছেন তাওহিদ হৃদয়।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =