সহজিয়া ব্যান্ডের প্রথম একক কনসার্ট

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ড সহজিয়ার। এখন পর্যন্ত ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি। প্রতিষ্ঠার ১৪ বছর পর এই প্রথম একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছে সহজিয়া। ১০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শিরোনামের কনসার্টে গাইবে দলটি।

সহজিয়ার একক কনসার্টের আয়োজন করেছে ইভেন্টহোলিক। টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্টের ঢাকার সব শাখায়। কনসার্টে সহজিয়ার নতুন গান ‘অভিনয়’ প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। সহজিয়া জানিয়েছে, প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম তারা একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসছে। অন্য কনসার্টে সব কটি গান একসঙ্গে করার সুযোগ হয়ে ওঠে না। এই কনসার্টে নিজেদের প্রায় সব গান শোনাবে সহজিয়া; পাশাপাশি নিজেদের মিউজিক্যাল জার্নির গল্পও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবে।

পাঁচ সদস্যের সহজিয়া ব্যান্ডের ড্রামসে আছেন শরফুদ্দিন রাব্বি, বেইস গিটারে জাফরি আবেদিন, লিড গিটারে সজীব হায়দার, রিদম গিটারে জাহিদুল ইসলাম শিমুল এবং ভোকাল রাজু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one − 1 =