সাংবাদিক আজমল হোসেন খাদেমের মৃত্যু

বনানী কবরস্থানে শায়িত করা হবে প্রবীণ এই সাংবাদিককে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম মারা গেছেন।

রাজধানীর ইমপালস হাসপাতালে সোমবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক।

আজমল হোসেন খাদেমের বয়স হয়েছিল ৭৬ বছর; তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর বনানী কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে শায়িত হবেন তিনি।

আজমল হোসেন খাদেম বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন সত্তরের দশকে। তিনি বাংলাদেশ বেতারে সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থনা করতেন, যা বেশ শ্রোতা নন্দিত হয়েছিল।

১৯৮৮ সালে আজমল হোসেন খাদেম ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্যও ছিলেন তিনি।

এছাড়া ঢাকা সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও তিনি কিছুদিন কাজ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × five =