সানি দেওলের জন্মদিন আজ

অজয় সিং দেওল (সানি দেওল)১৯ অক্টোবর, ১৯৫৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেতা, নির্দেশক ও প্রয়োজক। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র ও ববি দেওলের ভাই। দেওল দুইবার করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

বলিউডের রোমান্টিক হিরো ধর্মেন্দ্রর বড়ো ছেলে সানি দেওল ১৯৮৩-তে ‘বেতাব’ ছবিতে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এবং একের পর এক হিট ছবি উপহার দিয়ে এরপর সহজেই দর্শকের মন জয় করে নেন। একই সঙ্গে নিজেকে ব্যবসায়িক দিক থেকে সফল অ্যাকশন তারকা ও নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর এই জনপ্রিয়তা তিন দশকেরও বেশি। অসংখ্য সুপারহিট ছবির নায়ক সানি জিতেছেন বহু পুরস্কার। সম্প্রতি, সতমা হেমা মালিনী ও বাবা ধর্মেন্দ্রর পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়েছেন দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম। চলতি লোকসভা নির্বাচনে সম্ভবত পাঞ্জাব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − five =