সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

দুই ভেন্যুতে খেলা হয়েছে, সবমিলিয়ে সাড়ে চার ঘণ্টার ম্যাচে জয় বাংলাদেশের

বৃষ্টিতে ভেজা মাঠ, ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব, শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন! সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ রীতিমতো ইতিহাস হয়ে থাকল। মাঠে যেমন নাটক, ফলেও তেমনি দাপট; শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে দুর্দান্তভাবে টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শান্তি মার্ডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চারটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে দু’বার করে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বিরতির পরই শুরু হয় নাটক! বসুন্ধরার কিংস অ্যারেনার মাঠ বৃষ্টিতে অনুপযুক্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধ শুরু হতে বিলম্ব ঘটে। দুই দফা আধঘণ্টা অপেক্ষা করে সিদ্ধান্ত আসে-মূল মাঠে আর খেলা সম্ভব নয়।

পরিকল্পনা বদলে যায় দ্রুত। পাশের অনুশীলন মাঠে স্থানান্তর করা হয় ম্যাচের বাকি অংশ। ফুটবলার, কোচিং স্টাফ, টিভি সম্প্রচার দল থেকে শুরু করে দর্শক পর্যন্ত সবাই চলে যান সেখানে। তবে অনুশীলন মাঠে দর্শক গ্যালারি না থাকায় সাধারণ দর্শকদের দাঁড়িয়ে থাকতে হয় মাঠ ঘেঁষে বেড়ার বাইরে। সাড়ে চার ঘণ্টার ম্যাচ! এভাবে এক ম্যাচ দুই মাঠে হওয়ার ঘটনা ইতিহাসে বিরল!

এদিন ভুটান দ্বিতীয়ার্ধ শুরুতেই সমতা ফেরালেও দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্তি মার্ডির ফের লিড এনে দেন। এরপর আরও দুটি গোল করে ম্যাচে দারুণ জয় নিশ্চিত করে দল।

প্রথমে পাঁচটি দেশের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়। ফলে চার দেশ—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান-নিয়ে শুরু হয়েছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

দেশসংখ্যা কমে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। ফলে প্রতিটি দল খেলবে মোট ছয়টি ম্যাচ। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনায় আসবে তাদের মুখোমুখি লড়াইয়ের ফল, এরপর দেখা হবে গোল ব্যবধান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − sixteen =