ভারতের মাঠ থেকে সুখবর পেলো বাংলাদেশ। অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রাখল বাংলাদেশ যুব দল। শুক্রবার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের সাত মিনিটের ঝড়ে জয় নিশ্চিত করে আকরাম-ফয়সালরা। খবর বার্তা ২৪.কম
প্রথমার্ধে ম্যাচ ছিল জমাট। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই করে। সপ্তদশ মিনিটে নেপালের একটি আক্রমণ ঠেকান বাংলাদেশের গোলকিপার মাহিন। ৩০ মিনিটে নেপালের শট পোস্টে লেগে বেঁচে যায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ফয়সাল, রিফাত ও মুর্শেদ একাধিক আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধে নেপাল চাপ বাড়ায়। ৫৫ মিনিটে গোললাইন থেকে বল ফেরান তাদের এক ডিফেন্ডার। তবে ম্যাচের ৭৩তম মিনিটে কর্নার থেকে আশিকুর রহমান হেডে গোল করে ডেডলক ভাঙেন। গোলের যোগানদাতা অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকে শট না নিয়ে ফয়সালের পায়ে বল বাড়ান মানিক। আলতো টোকায় বল জালে পাঠান ফয়সাল।
৮৬ মিনিটে নেপাল গোল শোধ করে উত্তেজনা ফেরায়। বক্সে ফাঁকায় পাওয়া সুজান দাঙ্গল জোরালো শটে পরাস্ত করেন মাহিনকে। তবে বাংলাদেশের রক্ষণ এরপর আর কোনো ভুল করেনি। শেষ দিকে ফয়সালের আরেকটি সুযোগ এলেও গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল লাল-সবুজের যুবারা।