সাবরিন শাকা মীমের জন্মদিন আজ

সাবরিন শাকা মীম। একটা সময় ‘মীম’ নামেই দর্শক চিনতেন এ অভিনেত্রীকে। কিন্তু ২০১২ সালের ৭ ডিসেম্বরের পর থেকে অভিনয় থেকে দূরে সরে গেছেন তিনি। তারপর থেকে ২০১৫ সাল পর্যন্ত সংবাদ পাঠিকা হিসেবে তাকে দেখা গেছে এটিএন বাংলায়। ২০১৫ সালের আগস্ট মাস থেকে তিনি আরটিভি-তে নিয়মিতভাবে সংবাদ পাঠ ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এর পাশাপাশি তিনি কেয়ার বাংলাদেশ নামের এনজিওর একটি প্রজেক্টে কাজ করেছেন।

আজ তার জন্মদিন। অভিনয় থেকে হারিয়ে গেলেও হারিয়ে যাননি দর্শক হৃদয় থেকে। আর তাই তার ভক্তরা তার জন্মদিনে তাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা।

১৯৯১ সালে গান গাওয়ার মধ্যদিয়ে মিডিয়ায় অভিষেক ঘটে মীমের। ১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘উঠোন’-এ অভিনয়ের মধ্যদিয়ে নাটকে অভিষেক ঘটে তার। ১৯৯৪ সালে বিটিভিতে প্রচারিত নাটক ‘আত্মজা-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তারপর থেকে একের পর এক নাটকে অভিনয় করে তারকাভিনেত্রীতে পরিণত হন। তার অভিনীত ‘রুবার ডায়েরি’, ‘হরতনের বিবি’, ‘মধ্যবর্তিনী’, ‘ত্যাগ’, ‘অতৃপ্ত কামনা’, ‘দশ হাজার এক টাকা’ এবং ‘জনা কয়েক’ নাটকগুলো জনপ্রিয় হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + thirteen =