সাবিলা নূরের এই ঈদের নাটক ‘মিস বার্বার’

সামাজিক বার্তা থাকে এমন কাজগুলোতেই ইদানিং বেশি দেখা যাচ্ছে ছোট পর্দার তারকা অভিনেত্রী সাবিলা নূরকে। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত অন্তত এক ডজন নতুন নাটক দেখতে পারবেন দর্শক। তারমধ্যে অন্যতম একটি নাটক হতে যাচ্ছে ‘মিস বার্বার’। খবর চ্যানেল আইয়ের

এই নাটকে একজন নারী নাপিত চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের গল্পে দেখা যাবে, মিস লাভলী বার্বার সেলুনে চুল ছাঁটতে দীর্ঘ লাইন লেগে যায় মানুষের। কার আগে কে লাইনে দাঁড়াবে, সেটা নিয়ে রীতিমত হুড়োহুড়ি! এতে আশপাশের অন্যান্য সেলুন মালিকরা ঈর্ষা করতে শুরু করেন। লাভলীর নামে রটাতে থাকেন নানা গুঞ্জনে খবর।

শেষ পর্যন্ত মিস লাভলী এই সমাজে নিজের সেলুনটি টিকিয়ে রাখতে পারবেন তো? জানতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। কারণ আসন্ন ঈদুল ফিতরের ৫ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের এই বিশেষ নাটক।‘মিস বার্বার’ পরিচালনা করেছেন এসআর মজুমদার। এতে আরও অভিনয় করেছেন শাওন, শাহবাজ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × one =