সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান মারা গেছেন

সাবেক কূটনীতিক ও সচিব ওয়ালিউর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাগরিবের নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭-১৯৯৮ সাল মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তান সরকার থেকে পদত্যাগ করেন এবং ৯ মাস নির্বাসিত বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ মিশন প্রতিষ্ঠা করেন।

তিনি একজন গবেষকও ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ফাউন্ডেশনের পক্ষে থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 2 =