সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীর সেগুনবাগিচায় ডি আরইউতে মঞ্চ-৭১ নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলনের আড়ালে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিসি তালেব আরও জানান, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহীদ খানকে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 19 =