সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আশুলিয়া জোন এলাকায় গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। আশুলিয়া, সাভারের তাজপুর মার্কেট সংলগ্ন, মাল্টি মডার্ন রোড, সিগমা ফ্যাশন এবং ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ লাইন উচ্ছেদ এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযানে মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ এবং ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এই লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযুক্ত ৭৫০টি আবাসিক গ্যাস বার্নার বা চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রতি মাসে সর্বমোট  ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি হতো, যার আর্থিক মূল্য ছিল ১৯ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অভিযান পরিচালনার ফলে সর্বমোট ১৫ হাজার ৭৫০ ঘনফুট/ঘণ্টা লোড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করবে।

এছাড়া, তাজপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি বাসাবাড়ির ৪৫০টি ডাবল বার্নার বিচ্ছিন্ন করা হয়। একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + 8 =