সামান্থার গোপনে বিয়ে কর‍ার খবর প্রকাশ্যে

গুঞ্জন অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নির্মাতা রাজ নিধুমুরু’র সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি আজ সোমবার নিশ্চিত হয়েছে। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকম ও পিংকভিলাসহ একাধিক গণমাধ্যম তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করে। পরে ইনস্টাগ্রামে নিজেও বিয়ের খবর জানান সামান্থা।

সোমবার সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠ পরিবেশে এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়। মোট ৩০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামান্থা লাল শাড়িতে সজ্জিত হয়ে বিয়ের মঞ্চে আসেন।

রোববার রাতেই এই তারকা জুটির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাজের সাবেক স্ত্রী শ্যামালি দে ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি পোস্ট করেন—‘নিরাশ্রয় মানুষ হতাশার কাজ করে’—যা নিয়ে আলোচনার ঝড় ওঠে। রাজ ও শ্যামালি ২০২২ সালে আলাদা হন।

২০২৪ সালের শুরু থেকেই রাজ–সামান্থার ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছিল। গত এক বছরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন, যা জল্পনা আরও বাড়ায়। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের শুরু— এমনটাই ধারণা ঘনিষ্ঠ মহলের।

সামান্থার এটি দ্বিতীয় বিয়ে। আগের স্বামী দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে চার বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়। পরে নাগা অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন। নতুন দম্পতিকে ঘিরে ইতিমধ্যে অভিনয় অঙ্গনে অভিনন্দনের জোয়ার বইছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =