সারা খান নন গ্ল্যামারাস চরিত্রে

গ্ল্যামার চরিত্রের খোলস থেকে বেরিয়ে নতুনরূপে নিজেকে পর্দায় তুলে ধরতে যাচ্ছেন সারা আলি খান। এবার এই বলিউড তারকাকে দেখা যাবে সাদাসিধে এক গৃহিণীর চরিত্রে। ছবির নাম ‘রম-কম’। এটি পরিচালনার দায়িত্বে আছেন ‘লুকা ছুপি’ ও ‘মিমি’ ছবির আলোচিত নির্মাতা লক্ষ্মণ উটেকর। ছবিতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ভিকি কৌশল ও সারা আলি খানকে। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তারা।

কাহিনিতে দেখা যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই দম্পতি একটি বাড়ি পেতে চাইছে। এই যোজনায় তারা কীভাবে বাড়ি পায়- সেই সব ঘটনাই থাকছে গল্পে।

সারার কথায়, ‘এই ভিন্নধর্মী গল্প ও চরিত্রে দর্শক তাকে পর্দায় নতুনভাবে আবিস্কার করবেন, যা দর্শকমনে ছাপ ফেলবে বলেই আমি মনে করি।’

১৫ নভেম্বর থেকে ভারতের উত্তরপ্রদেশে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =