সারি গান ‘দেওরা’ আসছে কোক স্টুডিও বাংলায়

কোক স্টুডিও বাংলায় রোববার (০৭ মে) প্রকাশ পাবে ‘দেওরা’ গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি ও তার দল, আরমীন মুসা ও গানের দল-ঘাস ফড়িং। নৌকা বাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা।

নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। কোক স্টুডিও বাংলা বলছে, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলু মাঝি (ফজলুল হক)। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি। ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গানে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের পরামর্শে পালা গান যুক্ত করা হয়। পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার।

জানা যায়, ফজলু মাঝি পেশাদারভাবে নৌকা বাইচ করেন, তার একটি নৌকাবাইচের দল রয়েছে। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন তিনি। তবে ফজলু মাঝির সারি গানের মাঝে নতুন কয়েকটা বাক্য যুক্ত করা হয়েছে। আধুনিক গানের অংশটুকু লিখেছেন প্রীতম হাসান। গানটির সুর করেছেন প্রীতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + eight =