সিঁথির নতুন গান ‘পাগলাটে মন’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পেয়েছে এই সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথির নতুন গান ‘পাগলাটে মন’। বিপুল তালুকদারের কথায় এর সুর দিয়েছেন মোহন রায়। সংগীতায়োজনে সুমন কল্যান। গানটির ভিডিও নির্মাণ করেছেন বাবু ও ফয়সাল।

গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙক্ষা, কাছের পাওয়ার পর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে খুব দারুণ একটা কাজ হয়েছে। আমার গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) চ্যানেল ছাড়াও দেশী ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে গানটি শুনতে পাওয়া যাচ্ছে।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + 14 =