রমজানে সিএনজি স্টেশন খোলা থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশের সিএনজি স্টেশনগুলো চলতি রোজার মাসে বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার থেকে ৬ এপ্রিল পর্যন্ত নতুন এই সূচি অনুযায়ী ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। আর বৈদ্যুতিক সেচপাম্প চালানো যাবে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

একদিন আগেই মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিলো। এক দিনের মাথায় ওই সময় এক ঘণ্টা বাড়ানো হলো।

বুধবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রোজা ও সেচের মওসুমে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার পরিকল্পনা নিয়েছি। পুরো মার্চ মাস ও রোজার মাসে নিরবচ্ছিন্ন জ্বালানি সাপেক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ঈদ ঘিরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেই সিদ্ধান্তই বহাল আছে বলে প্রতিমন্ত্রী জানান। ঈদের পর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে বলে মঙ্গলবারের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − 9 =