সিডনী  টেস্টে সম্পূর্ণ নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ এসসিজিতে অনুষ্ঠানরত শেষ টেস্টের তৃতীয় দিনশেষে চালকের আসনে উন্নীত হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে ৩-১  এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ‍ৃহীত ৩৮৪ রানের জবাবে ৫১৮/৭ করে এগিয়ে আছে ১৩৪ রানে। উইকেটে আছে দুর্দান্ত খেলতে থাকা স্টিভ স্মিথ ১২৯। সঙ্গী এই টেস্টে  সিরিজে প্রথম সুযোগ পেয়ে দ্রুত ৪২ রান করা বিউ ওয়েবস্টার।

কাল চতুর্থ দিন ১৭৫-২০০ লিড নিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে টেস্ট জিতে নিলে বিস্মিত হবো না। আজ ছিলো প্রথাগত ভাবে সিডনী টেস্টের পিঙ্ক ডে।  গ্যালারী সহ সমগ্র মাঠ গ্লেন ম্যাকগ্রা স্মরণে পিঙ্ক রঙে রঙিন হয়েছিল। ম্যাকগ্রা ফাউন্ডেশনের আজ ছিল ব্রেস্ট ক্যান্সার তহবিল সংগ্রহের দিন।

ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ডের সীমিত বোলিংকে তুলোধুনো করে প্রথমে সিরিজের সেরা ইমপ্যাক্ট ব্যাটসম্যান ট্রাভিস হেড ১৬৩ এবং শেষ অবধি  স্টিভ স্মিথ অপরাজিত ১২৯ রান করে টেস্ট থেকে এক কথায় ইংল্যান্ডকে ছিটকে দিয়েছে। অবিচ্ছিন্ন স্মিথ-ওয়েবস্টার ৮ম উইকেট জুটিতে ইতিমধ্যে সংগ‍ৃহীত হয়েছে ৮১ রান। কাল সকালের সেশনে এই জুটিকে দ্রুত বিচ্ছিন্ন করতে না পারলে টেস্ট থেকে ছিটকে পর্বে ইংল্যান্ড। সেই ক্ষেত্রে অতিথি দলকে সম্ভাব্য টেস্ট পরাজয় এড়াতে লড়াই করতে হবে।

আজ রঙে রঙিন এসসিজিতে অস্ট্রেলিয়া শুরু করেছিল ১৬১/২। ট্রাভিস হেড অপরাজিত ছিল ৯১ রানে, সঙ্গী নৈশ প্রহরী মাইকেল নেসার ১ রানে। নেসার ৯০ বল খেলে ২৪ রান যুক্ত করে তৃতীয় উইকেট জুটিতে ৭২ রান তুলে স্বস্তি দিয়েছিল। অপর প্রান্তে ট্রাভিস হেড ছিল আপন মহিমায় সমুজ্জল। হেড-স্মিথ জুটি রীতিমত শাসন করলো অসহায় ইংলিশ বোলিং।

ট্রাভিস হেড সিরিজে নিজের তৃতীয় শতরান তুলে নিলো অবলীলায়। ১৬৬ বলে ১৬৩ রান করে হেড বিদায় নেওয়ার পর দলকে কাঁধে তুলে নিলো অধিনায়ক স্মিথ। নিজের শেষ টেস্টে উসমান খাজা (১৭) ইনিংস বড় করতে পারেনি। বড় ইনিংস খেলতে পারলো না আলেক্স কারী (১৬)। ভালো খেলতে খেলতে ৩২ রান করে ফিরে গাছে ক্যামেরুন গ্রিন।

অপরপ্রান্তে স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে দিনশেষে ১২৯ রানে অপরাজিত স্টিভ স্মিথ। সঙ্গী চার চারটি টেস্ট বেঞ্চে সময় কাটিয়ে প্রথম সুযোগে থাকা বিউ ওয়েবস্টার (৪২*)। তিন উইকেট হাতে রেখে ১৩৮ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আছে চালকের ভূমিকায়। শেষ দুই দিন ইংল্যান্ডকে টেস্ট পরাজয় এড়াতে কঠিন লড়াই করতে হবে।

অ্যাশেজ টেস্ট সিরিজ। পঞ্চম টেস্ট, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড

ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৮৪  অল আউট ( জো রুট ১৬০, হ্যারি ব্রুক ৮৪, জেমি স্মিথ ৪৬, মাইকেল নেসার ৪/৬০। স্কট বোলান্ড ২/৮৫. মিচেল স্টার্ক ২/৯৩)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫১৮/৭  (ট্রাভিস হেড ১৬৩, স্টিভ স্মিথ ১২৯*, বিউ ওয়েবস্টার ৪২*, ক্যামেরুন গ্রিন ৩৭,  মার্নাস লেবুচাঙ ৪৮, ব্রাইডন কেস ৩/১০৮,  বেন স্টোকস ২/৮৭)

৩ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া ১৩৪ রানে এগিয়ে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × three =