সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের নতুন সিনেমা

অনেকের ধারণাই ঠিক হলো। বুধবার সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি।

ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্য সব ছবি নিয়ে যখন প্রচার-প্রচারণা তুঙ্গে, তখনই হঠাৎ জানা যায়, ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’। ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। হঠাৎই ঈদে ছবিটি মুক্তির তালিকায় যোগ হওয়ায় কেউ কেউ বলেছিলেন, ‘অন্তরাত্মা’ কি ঈদের প্রতিযোগিতায় উড়ে এসে জুড়ে বসল?

এমনও দেখা গেছে, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ছবির টিজার, গান ও ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এর মধ্যে আছে শাকিব খানের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। ঈদ ঘিরে দুটি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন। তবে শাকিব–ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের ‘বরবাদ’, অন্যদিকে ব্যবসায়িক খরায় ধুঁকছে ‘অন্তরাত্মা’। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি, সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’’ এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

এবারের ঈদে আরও মুক্তি পেয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ সিনেমাগুলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + 20 =