সিনে কার্নিভালের ৪.০ এর রঙে মুখরিত ইউল্যাব ক্যাম্পাস

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) সফলভাবে উদ্বোধন করেছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সিনে কার্নিভাল ৪.০, যা ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। আনুষ্ঠানিক ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ডিআইএমএফএফ-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. দিন এম. সুমন রহমান এবং ‘দেলুপি’ চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ তৌকির ইসলাম।

সিনে কার্নিভাল ৪.০ এর প্রথম দিনটি ছিল “সবার জন্য উন্মুক্ত”, যেখানে ইউল্যাব ক্যাম্পাস রূপ নেয় রঙ, সংস্কৃতি ও সৃজনশীলতায় ভরপুর এক প্রাণবন্ত মিলনমেলায়। গহনা, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর সামগ্রী, মেকআপ ও মেহেদিসহ ৪০টিরও বেশি স্টল নিয়ে সাজানো এই কার্নিভাল দিনভর শিক্ষার্থী, পরিবার ও দর্শনার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত ছিল।

উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় নানা ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যার মধ্যে ছিল বেলুন শ্যুটার, নাগরদোলা এবং ঘুরাইনা ছবি (৩৬০° রোটেশন)। এসব আকর্ষণ সব বয়সী দর্শনার্থীদের জন্য কার্নিভাল অভিজ্ঞতাকে করে তোলে স্মরণীয়।

সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ডিআইএমএফএফ গর্বের সঙ্গে উপস্থাপন করে তাদের স্বাক্ষর বা সিগনেচার আয়োজন সিনেমাঘর। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চলচ্চিত্র প্রদর্শনের আবহে অনুপ্রাণিত এই আয়োজন দর্শকদের এক ছাদের নিচে একসঙ্গে গল্প দেখার ও উপভোগ করার সুযোগ করে দেয়।

‘দেলুপি’ চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ তৌকির ইসলাম এবং চিত্রনাট্যকার, এক্সিকিউটিভ প্রযোজক ও আর্ট ডিরেক্টর অমিত রুদ্রসহ চলচ্চিত্রটির টিমের সদস্যরা উপস্থিত থেকে ‘দেলুপি’ নির্মাণের পেছনের গল্প ও যাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাদের অংশগ্রহণ বাংলাদেশের ক্রমবিকাশমান চলচ্চিত্র শিল্প সম্পর্কে সরাসরি জানার এক বিরল সুযোগ এনে দেয় দর্শনার্থীদের জন্য।

আগামী দুই দিনজুড়ে আরও নানা আকর্ষণ, প্রদর্শনী ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম নিয়ে চলবে সিনে কার্নিভাল ৪.০। মোবাইল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে গল্প বলার চর্চাকে উদযাপন ও সিনেমাকে সবার জন্য সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ডিআইএমএফএফ এগিয়ে চলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five − one =