সিপিএল: সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে প্লে অফ নিশ্চিত করেছে গায়ানা

ঠিক সময়েই  জ্বলে উঠলেন বাংলাদেশ অলরাউন্ডার  সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি  আসরে  আগের দুই ম্যাচে  ব্যর্থ সাকিব  গুরুত্বপুর্ন ম্যাচে জ¦লে উঠেছেন।  ব্যাট-বল হাতে অলরাউন্ড  নৈপুন্য দেখিয়ে নিজ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে সিপিএলের  প্লে-অফে তুললেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে আসরে  নিজেদের নবম ম্যাচে গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান  ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি  ম্যাচ সেরা হন সাকিব।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শুরুটা ভালো না হলেও আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজের হাফ-সেঞ্চুরি, সাকিব-শিমরোন হেটমায়ার ও ওডেন স্মিথের মারমুখী ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় গায়ানা।

গুরবাজ ৬টি ছক্কায় ৪২ বলে ৬০ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাকিব। অধিনায়ক হেটমায়ার ৫টি চারে ১৪ বলে ২৩ ও স্মিথ ৩টি ছক্কায় ৭ বলে ২২ রান করেন।

১৭৪ রানের টার্গেটে সুবিধা করতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটাররা। গায়ানার বোলারদের তোপে ১৩৬ রানে গুটিয়ে যায় তারা। সাকিব ৪ ওভার বল করে ২০ রানে ৩টি, জুনিয়র সিনক্লেয়ার-ইমরান তাহির ২টি করে উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করলো গায়ানা। সিপিএলে  এবারের আসরে নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

বাসস 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 7 =