সিম্ফনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বুবলি

দেশীয় ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্র নায়িকা শবনম বুবলি। সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশনের জন্যে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

সিম্ফনির অ্যাম্বাসেডর হওয়া বিষয়ে বুবলি জানান, ‘সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড এবং সব চাইতে বেশি বিক্রিত হওয়া হ্যান্ডসেট ব্র্যান্ড। গুণগত মান অক্ষুণ্ন রেখে মানুষের চাহিদা অনুযায়ী মোবাইল তৈরি করে সিম্ফনি মোবাইল। ঠিক এই কারণেই আমি সিম্ফনির সাথে কাজ করতে আগ্রহী হয়েছি।’

বুবলি আরো জানান, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে সিম্ফনি। শিগগিরই সিম্ফনি বাংলাদেশের বাজারে আরো নতুন কিছু হ্যান্ডসেট নিয়ে আসবে।’

এডিসন গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ এর উপস্থিতিতে সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভ এর ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ এবং শবনম বুবলি এই চুক্তি স্বাক্ষর করেন।

দৈনিক সংবাদ প্রতিদিন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 16 =