ফারিণ বিবিএ গ্র্যাজুয়েট হলেন

অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শক মহলে বেশ প্রশংসিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমায়ও পা দিয়েছেন তিনি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ফারিণের জীবনে যুক্ত হলো নতুন এক সাফল্যের পালক। সন্ধ্যায় দিলেন শিক্ষাজীবনে নতুন অর্জনের খবর। গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন অভিনেত্রী। গতকাল হয়েছে কনভোকেশন। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক হয়েছেন তিনি। উচ্ছ্বসিত ফারিণ বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’ অভিনেত্রীর পোস্টের নিচে ভক্তদের শুভেচ্ছা ও শুভ কামনার মন্তব্য জমতে থাকে একের পর এক।

এদিকে তার অভিনীত কলকাতার অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ ভারতে মুক্তি পেয়েছে ৩ ফেব্রুয়ারি। এটি গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 9 =