সুপার সিক্স প্রথম ম্যাচে হারলো বাংলাদেশের নারীরা

হার দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স শুরু করলো বাংলাদেশ। রবিবার সুপার সিক্সে গ্রুপ-১ এ  নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ বলে ২৬ রান তুলেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিস্টি শাহা। নামের পাশে ১২ রান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন মিস্টি। তিন নম্বরে নামা দিলারা আকতার ১৭ ও প্রত্যাশা ২১ করে আউট হলে  ১২তম ওভারে ৫৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

দলের মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায়  ২০ ওভারে ৬ উইকেটে ১০৬ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ দল। স্বর্ণা আকতার ১৮ বলে ২০, সুমাইয়া আকতার ২৮ বলে ২৪ ও রাবেয়া খান অপরাজিত ৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার কায়লা রেনেকে ১৯ রানে ৪ উইকেট নেন।

জবাবে শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন লেগ-স্পিনার রাবেয়া। তার ঘুর্ণিতে অষ্টম ওভারে ৩৩ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। যার মধ্যে ৩ উইকেট নেন রাবেয়া। চতুর্থ উইকেটে ৭০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করেন মেসো। ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের রাবেয়া ১৮ রানে ৩ উইকেট নেন।

আগামী ২৫ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 2 =