সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আফজাল হোসেন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এ তথ্য জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি জানান, ‘আফজাল ভাই এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকের পরামর্শে গতকাল বাসায় ফিরছেন তিনি। তাকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনকে। এদিন রাতেই তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এর পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তার অসুস্থতার কারণে শুটিং বাতিল হয়েছে। আগামীকাল ওয়েব ফিল্মটির শুটিং হবার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 13 =