‘বিলডাকিনি’র দৃশ্যে মোশাররফ করিম ও পার্নো মিত্র। সেন্সর ছাড়পত্র পেল মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘বিলডাকিনি’। সিনেমাটি গতকাল বুধবার আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন সিনেমার পরিচালক ফজলুল তুহিন। তিনি বলেন, ‘কোনো কাটছাঁট ছাড়াই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমি মুক্তির তারিখ জানাতে পারব।’
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন। এ সিনেমায় মোশাররফের সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
২০২২ সালের জানুয়ারিতে নওগাঁর বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্যধারণ করা হয়। মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।