সেরাদের পুরস্কৃত করল চলচ্চিত্র পরিচালক সমিতি

চলচ্চিত্রসংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২-২৩’ শীর্ষক এই আয়োজনে চলচ্চিত্রের ২২টি শাখায় পুরস্কার দেওয়া হয়।

প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিল ‘পরাণ’ ও ‘প্রিয়তমা’ সিনেমার আধিপত্য। ২০২২ সালের সেরা সিনেমাসহ সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতেছে পরাণ। অন্যদিকে, ২০২৩ সালের ৯টি বিভাগে সেরার পুরস্কার ঘরে তুলেছে প্রিয়তমা। এ ছাড়া ওয়েব ফিল্মের ৫টি বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার।

আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ সোহেল রানা, এম এ আলমগীর, এ জে মিন্টু ও কাজী হায়াৎ। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে চলে তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা। এদিন মঞ্চে পারফর্ম করেন মাহিয়া মাহি, রোশান, আদর আজাদ, আঁচল, দীঘি, বালাম, কোনাল প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা

২০২২-এর সেরা

সিনেমা—পরাণ

পরিচালক—রায়হান রাফী (পরাণ)

অভিনেতা—শরিফুল রাজ (পরাণ)

অভিনেত্রী—বিদ্যা সিনহা মিম (পরাণ)

চিত্রনাট্যকার—মাহমুদ দিদার (বিউটি সার্কাস)

সংগীতশিল্পী (পুরুষ)—অয়ন চাকলাদার (চল নিরালায়, পরাণ)

সংগীতশিল্পী (নারী)—দিলশাদ নাহার কনা (তার হাওয়াতে, অপারেশন সুন্দরবন)

সংগীত পরিচালক—ইমন সাহা

গীতিকার—জনি হক

 

২০২৩-এর সেরা

সিনেমা—প্রিয়তমা

পরিচালক—হিমেল আশরাফ (প্রিয়তমা)

অভিনেতা—শাকিব খান (প্রিয়তমা)

অভিনেত্রী—শবনম বুবলী (প্রহেলিকা)

চিত্রনাট্যকার—হৃদি হক (১৯৭১ সেই সব দিন)

সংগীতশিল্পী (পুরুষ)—বালাম (প্রিয়তমা)

সংগীতশিল্পী (নারী)—কোনাল (প্রিয়তমা)

সংগীত পরিচালক—প্রিন্স মাহমুদ

গীতিকার—সোমেশ্বর অলি

 

ওয়েব ফিল্ম ২০২২

সিনেমা—টান

পরিচালক—রায়হান রাফী (টান)

অভিনেতা—সিয়াম আহমেদ (টান)

অভিনেত্রী—মেহজাবীন চৌধুরী (রেডরাম)

 

ওয়েব ফিল্ম ২০২৩

সিনেমা—বাবা সামওয়ান’স ফলোয়িং মি

পরিচালক—শিহাব শাহীন (বাবা সামওয়ান’স ফলোয়িং মি)

অভিনেতা—জোভান (পরী)

অভিনেত্রী—তাসনিয়া ফারিণ (বাবা সামওয়ান’স ফলোয়িং মি)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =