সেরা করদাতা হলেন ছয়জন অভিনেতা ও সংগীতশিল্পী

২০২১-২২ করবর্ষে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সে তালিকায় অভিনেতা/অভিনেত্রী ও শিল্পী (গায়ক/গায়িকা) হিসেবে স্থান পেয়েছেন ছয় জন। এদের সবাই ঢাকার কর অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন।

অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে শীর্ষ রয়েছেন মাহফুজ আহমেদ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী, এরপর রয়েছেন পীযূষ ব্যানার্জি। শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে শীর্ষ রয়েছেন তাহসান রহমান খান। এ ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এসডি রুবেল। এরপর রয়েছেন কুমার বিশ্বজিৎ।

এবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড-প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) এনবিআর সূত্র এ তথ্য জানিয়েছে।

এ তালিকায় জাতীয় পর্যায়ের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে একবছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =