কয়েকটা মাস অভিনয় নিয়ে ভালোই ব্যস্ততায় কাটালেন সেলেনা গোমেজ। তাঁর অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ অস্কারে এবার ১৩টি মনোনয়ন পেয়েছে। সিনেমার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবনে, গানে ফিরলেন সেলেনা। ঘোষণা দিলেন নতুন অ্যালবামের।
অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’। প্রকাশ পাবে আগামী ২১ মার্চ। এরই মধ্যে ‘স্কেয়ার্ড অব লাভিং ইউ’ নামে অ্যালবামের প্রথম গানটি মুক্তি পেয়েছে। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত এসব গানে ধরার চেষ্টা করেছেন সেলেনা। এ অ্যালবামে সেলেনার সঙ্গী হয়েছেন তাঁর প্রেমিক বেনি ব্ল্যাঙ্কো।
এই আমেরিকান রেকর্ড প্রডিউসার ও সং রাইটারের সঙ্গে বছরখানেকের বেশি সময় ধরে প্রেম করছেন সেলেনা। ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস সেলেনা, সেটা বোঝা যায় গত বছর হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে নিরাপদ অনুভূতি, তাঁর সঙ্গে আমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’ সম্পর্কের এক বছর পূর্তিতে গত ডিসেম্বরে দুজন বাগদানও সেরে নিয়েছেন। ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’ অ্যালবামটি তাই একদিক থেকে হতে যাচ্ছে তাঁদের ভালোবাসার স্মারক।