সোবার্স-গাভাস্কারের রেকর্ড ভাঙলেন গিল

ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও স্বদেশি সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। খবর বাসস

বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে দ্য ওভালে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সোবার্স ও গাভাস্কারের রেকর্ড ভাঙেন গিল।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নেন গিল। এক্ষেত্রে সোবার্সের ৫৯ বছরের রেকর্ড ভাঙেন তিনি।

এরপর এক সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানে গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভাঙেন গিল।

পঞ্চম টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম চার টেস্টে ৭২২ রান করেছিলেন গিল। সেনা দেশগুলোতে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সোবার্সের পাশে বসেছিলেন তিনি। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭২২ রান করেছিলেন সোবার্স। তাই সোবার্সকে ছাড়িয়ে যেতে ১ রান দরকার ছিল গিলের।

সিরিজের শেষ টেস্টে টস হেরে প্রখমে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর ক্রিজে আসেন গিল। ১৮তম ওভারের ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে সোবার্সের রেকর্ড ভাঙেন তিনি।

অন্য রেকর্ডে গাভাস্কারকে ছাড়িয়ে যেতে ১১ রান দরকার ছিল গিলের। ২২তম ওভারের তৃতীয় বলে চার মেরে গাভাস্কারকে টপকে যান তিনি। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one + 12 =