সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ক্রিকেট গ্রেটকে।দিন দুয়েক জ্বর ও সর্দিতে ভোগার পর কোভিড পরীক্ষা করিয়ে জানা গেল দুঃসংবাদ।

প্রথম দফা কোভিড পরীক্ষায় সোমবার সকালে পজিটিভ হন সৌরভ। নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করান তিনি। তাতেও ফল আসে পজিটিভ। সোমবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। স্রেফ ঝুঁকি এড়াতেই নেওয়া হয়েছে হাসপাতালে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার।সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির কোভিড পরীক্ষার ফল নেগেটিভ।

গত কিছুদিনে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার ও শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের নানা জায়গায় সফর করেছেন সৌরভ। ৪৯ বছর বয়সী সাবেক অধিনায়ক সবশেষ গিয়েছিলেন মুম্বাইয়ে।

এই বছরের শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। পরে তার এনজিওপ্লাস্টি করানো হয়। সেই দফায় কোভিড নেগেটিভ ছিলেন তিনি। পরে বুকে অস্বস্তি নিয়ে আরেক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।তার ভাই ও সাবেক ক্রিকেটার স্নেহাশীষ গাঙ্গুলি কোভিড পজিটিভ হয়েছিলেন গত বছর। তখনও সৌরভ ছিলেন নেগেটিভ।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 11 =