স্পেনে পুরস্কার পেল ‘ডেজা ভ্যু’ সিনেমা

স্পেনে পুরস্কৃত হয়েছে ‘ডেজা ভ্যু’। এরইমধ্যে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসব সহ আরও প্রায় ১১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। সম্প্রতি স্পেনের ‘এল গ্রিতো দি লস সিন ভজ, ফেস্টিভাল’-এ (EL GRITO DE LOS SIN VOZ, FESTIVAL) ‘সেরা বিষয়’ হিসেবে চলচ্চিত্রটিকে সম্মাননা দেওয়া হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ নাজ আলম এবং গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রায়হান শশী। এর সঙ্গে বিভিন্নভাবে আরও সম্পৃক্ত আছেন ফারাহ অমি ও বিজ্ঞাপন নির্মাতা মরহুম কায়েস চৌধুরী, বুদ্ধিদীপ্ত প্রোডাকশন ডিজাইনার হাসান অয়ন, সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, রোকন আহমেদ এবং ‘মেডিস্টোর’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুল হাসান। সিনেমাটির চিত্র গ্রাহক সাঈদ মুস্তাকিম অনিক, নির্মাণ করেছে উড়ুপ ট্রপ প্রোডাকশন।

পরিচালকের মতে ‘ডেজা ভ্যু’ চলচ্চিত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোর অন্যতম বিষয় হচ্ছে-ভোগ দখল করার জন্য নারী নয়… নারী, পুরুষের চেয়েও বেশি একজন মানুষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − 1 =