‘স্বর্গে’ সিনেমায় জুটি বাঁধছেন জয়-অপু

নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন শাহরিয়ার নাজিম জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। না, জয়ের নতুন কোনও ঈদের শোয়ের অতিথি হিসেবে নয়। এবারের পরিকল্পনা বেশ নতুন ও বড়সড়।

সোমবার (১০ এপ্রিল) এমনটাই জানালেন দু’জনে। দুজনে নির্মাণ করছেন ‘স্বর্গে’ নামের একটি বিশেষ সিনেমা। এতে পরিচালনার পাশাপাশি অপুর নায়ক হিসেবেও দেখা যাবে জয়কে। ছবিটির শুটিং হবে মে মাস থেকে।

তিনি বলেন, ‘অপু বিশ্বাস এমন একজন শিল্পী, যাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমার বিশ্বাস এই কাজটির মাধ্যমে অপু বেশ প্রশংসিত হবেন।’

জানা গেছে, সামাজিক বৈষম্য নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

অপু বিশ্বাস বলেন, ‘জয় একজন মেধাবী অভিনেতা তো বটেই, পরিচালক হিসেবেও তিনি অসম্ভব ভালো। তার নির্মাণ ভাবনা আমার ভালো লাগে। তার পরিচালনায় আগেও একটি সিনেমা করেছি, আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। এবার পরিচালনার পাশাপাশি তাকে সহশিল্পী হিসেবেও পাবো। আশা করছি এই কাজটিও ভালো কিছু হবে।’ এর আগে জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা করেন অপু বিশ্বাস। ছবিটি মুক্তি পায় ২০২১ সালে।

এদিকে সোমবার নতুন ছবির ঘোষণা দেওয়ার আগে দু’জনে চ্যানেল আই স্টুডিওতে মুখোমুখি বসেন একটি বিশেষ অনুষ্ঠানে। যেখানে জয়ের ১৩টি প্রশ্নের জবাব দেন অপু বিশ্বাস। যদিও জয়ের ভাষ্যে, তার ১৩ প্রশ্নে জর্জরিত হলেন অপু!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − five =