নারী ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল বাংলাদেশ নারী দল। একের পর এক ম্যাচে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল টাইগ্রেসদের টপ অর্ডার। তবে অবশেষে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানারা। টপ অর্ডারের স্থিতিশীল সূচনার পর স্বর্ণা আক্তারের ঝোড়ো ফিফটিতে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশাখাপত্তমে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। এটি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বাংলাদেশ ইনিংসের সূচনা করেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। দুজনই সতর্ক শুরু এনে দেন দলকে। ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। ব্যক্তিগত ২৫ রানে আউট হন ঝিলিক। তিন নম্বরে নেমে দায়িত্ব নেন শারমিন আক্তার সুপ্তা, যিনি দলের ইনিংসকে মজবুত ভিতে দাঁড় করান।
ফারজানা ৩০ রান করে ফিরলেও সুপ্তা ক্রিজে ছিলেন আত্মবিশ্বাসী। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের জুটিতে আসে কার্যকর ৭৭ রানের পার্টনারশিপ। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে আউট হলেও, শারমিন ফিফটি পূর্ণ করে ফেরেন রান আউট হয়ে (৭৭ বলে ৫০)।
ইনিংসের শেষ ভাগে নামেন স্বর্ণা আক্তার। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে দুইশর ঘরে পৌঁছে দেন। শেষ দিকে তার সঙ্গে যোগ দেন রিতু মনি।
দুজনের তাণ্ডবে শেষ দশ ওভারে আসে ঝড়ো রান। ৩৫ বলে অপরাজিত ৫১ রান করেন স্বর্ণা, যেখানে ছিল একাধিক চার ও ছক্কা। রিতু মনি ৮ বলে দ্রুতগতির ১৯ রান যোগ করে দলের রান ২৩২-এ নিয়ে যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ননকুলুলেকো ম্লাবা, ২ উইকেট নিয়েছেন তিনি।