স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাপ্পারাজ

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এখন অভিনয়ে অনেকটা অনিয়মিত। সাধারণত গল্প ও চরিত্র মনের মতো না পেলে তিনি অভিনয় করেন না। এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, ‘বাপ্পারাজ মেজর আকবর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, পাক বাহিনী খ্রিস্টান ধর্মের মেরি নামের এক বাঙালি নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। মেজর আকবর সেই নারীকে উদ্ধার করে সুস্থ করে। পরবর্তী সময়ে সেই নারীকে বিয়ে করে সমাজে প্রতিষ্ঠিত করে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one + 3 =