স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে গাইলেন পার্থ-নিশিতা

শত শিশুর সঙ্গে কণ্ঠ মেলালেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। এর জন্য তারা বেছে নিয়েছেন ‌‌‘জয় বাংলা, বাংলার জয়’ শিরোনামের গানটি। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ঐতিহাসিক গানটির সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া নিজেই। যা পরিবেশিত হয় এদিন শিশু একাডেমির বিশেষ অনুষ্ঠানে।

শিশুদের নিয়ে গানটি তৈরি করার অভিজ্ঞতা প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্যরকম। আশা করছি, গানটি শত শিশুদের কণ্ঠে বেশ ভালো লাগবে।’

শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, ‘‘স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুর কণ্ঠে ‘জয় বাংলা’ গানটি উপস্থাপনা করতে চেয়েছিলাম। সেটি বাস্তবায়ন করতে পেরে সত্যিই ভালো লাগছে।’’

তিনি জানান, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে শিশু একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শত শিশুশিল্পীর সঙ্গে ‌‘জয় বাংলা’ গানটি পরিবেশন করেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ১২টি জনপ্রিয় ছড়া থেকে গান তৈরি করেছেন পার্থ বড়ুয়া। যার সবকটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পীরা।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 1 =