স্বাধীন চলচ্চিত্রের অগ্রদূত রজার করম্যান মারা গেছেন

মারা গেলেন স্বাধীন চলচ্চিত্রের জগতের অগ্রদূত মার্কিন নির্মাতা, প্রযোজক, এবং অভিনেতা রজার করম্যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর। ৯ মে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। মৃত্যুর খবরটি ভ্যারাইটিকে নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তার চলচ্চিত্রগুলি ছিল বিপ্লবী এবং আইকনোক্লাস্টিক। একটি যুগের চেতনাকে ধারণ করে তার সিনেমাগুলো। তিনি কীভাবে মানুষের মনে থাকতে চান জানতে চাইলে বলেছিলেন, ‘আমি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলাম, শুধু এতটুকুই।”

কোরম্যানের অনেক চলচ্চিত্রই কম বাজেটের কাল্ট ফিল্ম যার মধ্যে কিছু এডগার অ্যালান পো-এর গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। তিনি শতাধিক কম বাজেটের সিনেমা নির্মাণ করেছেন। নতুন শিল্পীদের কাজের সুযোগ দিয়ে হলিউডকে উপহার দিয়েছেন জ্যাক নিকলসন, মার্টিন স্করসিস, রবার্ট ডি নিরোর মতো তারকাদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + 3 =